সিরাজদিখানের বিশিষ্ট খামারী Mohammad Mukter Hossain এর খামার M.H.Agro পরিদর্শন করি। গরু, ছাগল, গাড়ল, দুম্বাসহ প্রায় ৪০০টি পশু এ খামারে আছে। ২০২৩ সালের কুরবানী ঈদ এ ৬০টি ষাঁড় বিক্রি করেন। খামার ব্যবস্থাপনা যথেষ্ট আধুনিক। নিজের জমিতে ঘাস চাষ করে আপদকালিন সময়ের জন্য সাইলেজ প্রস্তুত করেন। এছাড়াও দানাদার খাদ্য, ভিটামিন, মিনারেল প্রিমিক্স, রুচিবর্ধক পাউডার, লিভার টনিক ও নিজেই প্রস্তুত করেন। তিনি প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এ উপজেলার সেরা খামারীর দুই ক্যাটাগরীতে প্রথম পুরস্কার পান। তার খামারে প্রাণী সম্পদ বিভাগ, ঢাকার উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। এমএইচ এগ্রো ফার্মের স্বত্তাধিকারী মোহাম্মদ মোক্তার হোসেন কঠোর পরিশ্রম করে একজন মডেল খামারী হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। যদি তাকে সরকারীভাবে সহযোগীতা করা হয় তাহলে তিনি এ প্রতিষ্ঠানকে দেশের প্রতিষ্ঠিত ফার্মে রূপান্তর করতে পারবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS